কোম্পানীগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়িতে হামলা, ককটেল উদ্ধার
আওয়ামী লীগের দুই গ্রুপের মধ্যে বিবদমান দ্বন্দ্বের জের ধরে নোয়াখালীর কোম্পানীগঞ্জে চর এলাহী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের বাড়িতে হামলা চালানো হয়েছে। এ ঘটনায় চেয়ারম্যানের পরিবারের অন্তত ছয় সদস্য আহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে চারটি ককটেল, তিনটি চকলেট বাজি ও এক রাউন্ড ব্যবহৃত কার্তুজ উদ্ধার করা হয়েছে।
শনিবার (৩ জুলাই) রাত পৌনে ১১টার দিকে এই হামলা চালানো হয়। আহতরা হলেন চেয়ারম্যানের স্ত্রী বিবি রহিমা খাতুন (৩৬), ছেলে মো. রাজীব (২২), চেয়ারম্যানের বোন পারুল আক্তার (৪০), জয়গুণ বিবি (৫০), ভাতিজা ইমরান হোসেন (২৮) ও রাজীব (২১)।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১ বছর আগে