লক না রেইন ডাউন?
কে জিতেছে লকডাউন নাকি রেইনডাউন? শনিবার ঢাকার পথ ঘাট দেখে এই প্রশ্নই মনে এসেছে। ঈদের ছুটিতে যেমন সড়কে গাড়ির ভিড় , মানুষের চলাচল থাকে, তেমনটা মনে হচ্ছিল শনিবারের ঢাকাকে। বৃহস্পতি ও শুক্রবার মানুষজন কম বের হয়েছে বা বেরোতে পারেনি বৃষ্টির জন্য। রাত ও দিনভর বৃষ্টিতে ব্যক্তিগত গাড়ি যাদের আছে শুধু তারাই বের হতে পেরেছিলেন।