![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fcountry%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fkh-2-20210703131712.jpg)
খুলনায় বেড়েছে সবজির দাম, মাছ-মাংস স্থিতিশীল
লকডাউনের অজুহাতে খুলনায় দাম বেড়েছে সবজিসহ নিত্যপণ্যের। কোনো ধরনের ঘাটতি না থাকলেও দুই একদিনের ব্যবধানে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজির দাম। এ নিয়ে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।
লকডাউনের অজুহাতে খুলনায় দাম বেড়েছে সবজিসহ নিত্যপণ্যের। কোনো ধরনের ঘাটতি না থাকলেও দুই একদিনের ব্যবধানে সর্বোচ্চ ২০ টাকা পর্যন্ত বেড়েছে কোনো কোনো সবজির দাম। এ নিয়ে ক্রেতাদের মাঝে অসন্তোষ দেখা দিয়েছে।