![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fporosh-20210702124019.jpg)
শেখ পরশ : এক হার না মানা যোদ্ধা
কিছু বাস্তবতা গল্পকেও হার মানায়। বাংলাদেশের ইতিহাসে এমন এক কঠিন জীবনসংগ্রামের মধ্যে বেড়ে ওঠার নাম যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। তিনি খুব ছোট থাকতে হারিয়েছেন মা-বাবাকে। যেভাবে হারিয়েছেন সেটি নিছক কোন দুর্ঘটনা নয়। শৈশবে চোখের সামনে বাবা-মার রক্তাক্ত মরদেহ। কী বীভৎস! ভাবতেই শিউরে ওঠে শরীর। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই বিয়োগান্তক ঘটনা মেনে নেওয়া খুব কঠিন।