পিএসএল বিশ্বের সেরা লিগ: মুশতাক আহমেদ
কিছুদিন আগেই শেষ হলো পাকিস্তান সুপার লিগের (পিএসেএল) ৬ষ্ঠ আসর। পেশওয়ার জালমিকে হারিয়ে এবার শিরোপা জিতেছে মুলতান সুলতানস। চ্যাম্পিয়ন হওয়ার পর মুলতানের বোলিং কোচ মুশতাক আহমেদ জানালেন, পিএসএলই বিশ্বের সেরা ফ্র্যাঞ্চাইজি লিগ।
সাবেক পাকিস্তানি ক্রিকেটার মুশতাক অবশ্য যুক্তিও দিয়েছেন। তিনি বলেন, ‘পিএসএলে সব অসাধারণ বোলাররা খেলে থাকে। পাকিস্তানের মোহাম্মদ আমির কিংবা শাহিন শাহ আফ্রিদিসহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা পেসাররা খেলেন এখানে। এরা সবসময়ই ১৩৫ কিলোমিটারেরও বেশি গতিতে বল করে থাকেন। যা ব্যাটসম্যানদের কঠিন পরিক্ষার মধ্যে ফেলে।’