গ্যাসজনিত দুর্ঘটনা রোধের দায়িত্ব কার?
পত্রিকার পাতা খুললে কিংবা টিভির পর্দায় চোখ রাখলে প্রায়ই দেখা যায়, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের খবরাখবর। গত রোববার রাজধানীর মগবাজারে একটি ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ধারণা করা হচ্ছে, এ বিস্ফোরণও গ্যাসজনিত। এ বিস্ফোরণে আশপাশের সাতটি ভবন ও তিনটি বাস ক্ষতিগ্রস্ত হয়। এ ঘটনায় মারা গেছেন অন্তত সাতজন, আহত হয়েছেন অর্ধশতাধিক। এ দেশে গ্যাসজনিত দুর্ঘটনা নতুন কোনো ঘটনা নয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা, ত্রুটিপূর্ণ গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং জনগণের অসচেতনতার কারণে এ ধরনের ঘটনা অনেক আগে থেকেই ঘটে চলেছে। আমাদের দেশের উল্লেখযোগ্যসংখ্যক মানুষ রান্নার কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে থাকেন, যা এলপিজি বা এলপি গ্যাস নামে পরিচিত। এটি মূলত দাহ্য হাইড্রোকার্বন গ্যাসের মিশ্রণ এবং জ্বালানি হিসাবে রন্ধন কার্যে, গাড়িতে ও ভবনের তাপমাত্রা বৃদ্ধিতে ব্যবহার করা হয়। ১৯১০ সালে আবিষ্কৃত হওয়ার পর ১৯১২ সালে এ গ্যাস বাণিজ্যিকরূপে উৎপাদন শুরু হয়।