অনলাইনে এনআইডি সেবা পেতে ৭৭ লাখ নিবন্ধন
অনলাইনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা পেতে দেশের ৭৭ লাখের বেশি ব্যক্তি নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন সংসদের কার্যক্রমে নির্বাচন কমিশন সচিবালয়ের দায়িত্বপ্রাপ্ত আইনমন্ত্রী আনিসুল হক।
সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরে জাতীয় পার্টির সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারীর এই সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদে প্রশ্নোত্তর টেবিলে উপস্থাপন করা হয়।
আনিসুল হক বলেন, “এনআইডি অনলাইন সার্ভিস চালু হওয়ার পর ৭৭ লাখ ৩২ হাজার ৩৬৩ জন রেজিস্ট্রেশন করেছেন। সামগ্রিক সেবা সহজীকরণ এবং ভোটার তথ্যের নিরাপত্তার স্বার্থ্যে ফেস ডিটেকশন এর মাধ্যমে অনলাইন রেজিস্ট্রেশন সেবা চালু আছে।”