কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

আড়াই মাস পর হাজারের নীচে নামল দৈনিক মৃত্যু, উদ্বেগ বাড়াল ৪৭ লক্ষ কম টিকাকরণ

আনন্দবাজার (ভারত) ভারত প্রকাশিত: ২৮ জুন ২০২১, ১০:০২

দেশের দৈনিক সংক্রমণ সোমবার ফের ৫০ হাজারের নীচে নামল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৪৬ হাজার ১৪৮ জন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১। তবে সোমবার দৈনিক মৃত্যুর সংখ্যা অনেকটা কমেছে। গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন কোভিড রোগীর। ১৩ এপ্রিলের পর এই প্রথমবার দেশের দৈনিক মৃত্যু এক হাজারের নীচে নামল।


গত সাত দিন ধরে দেশের সংক্রমণের হার ৩ শতাংশের নীচে রয়েছে। সঙ্গে দেশে সক্রিয় রোগী কম হওয়ার ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় প্রায় সাড়ে ১৩ হাজার কমে দেশে এখন সক্রিয় রোগী রয়েছেন ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪ জন। তবে রবিবার পেয়েছেন খুবই কম সংখ্যক মানুষ। দেশে মাত্র ১৭ লক্ষ ২১ হাজার ২৬৮ জন টিকা পেয়েছেন গত ২৪ ঘণ্টায়। শনিবার টিকা পেয়েছিলেন ৬৪.২৫ লক্ষ মানুষ। গত সপ্তাহের অধিকাংশ দিনই দেশে একদিনে টিকাকরণ হয়েছে ৬০ লক্ষের বেশি। তবে দেশে মোট টিকা দেওয়া হয়েছে ৩২ কোটির বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও