জনগণকে স্বাস্থ্যবিধি মানাতে না পারাতেই বারবার লকডাউন
বাংলা ট্রিবিউন
প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৯:১৮
বেড়েই চলেছে করোনার প্রকোপ। গত এক সপ্তাহের প্রবণতা হচ্ছে— প্রতিদিনই আগের দিনের চেয়ে বেশি আক্রান্ত হচ্ছে। মৃতের সংখ্যাও বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার নতুন করে কঠোর লকডাউনের কথা বলছে। অথচ স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে যদি যথাযথ স্বাস্থ্যবিধি মানানো যেত তাহলে কঠোর বা নমনীয় কোনও লকডাউনই দেওয়ার প্রয়োজন হতো না।
গত তিন সপ্তাহ ধরে রোগী সংক্রমণ এবং মৃত্যুর ঊর্ধ্বগতিতে কোভিড-১৯ বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শক কমিটি গত ২৪ জুন সারাদেশে প্রথমবারের মতো ১৪ দিনের সম্পূর্ণ শাটডাউনের সুপারিশ করে। স্বাস্থ্য অধিদফতরের তথ্য বিশ্লেষণে সারাদেশেই উচ্চ সংক্রমণ এবং ৫০টিরও বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা যায় জানিয়ে কমিটি জানায়,কিন্তু করোনাভাইরাস প্রতিরোধের জন্য খণ্ড খণ্ডভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
সমকাল
| ভারত
১ বছর আগে