ইরান মদদপুষ্টদের ওপর বিমান হামলার আদেশ দিলেন বাইডেন

এনটিভি আমেরিকা / যুক্তরাষ্ট্র প্রকাশিত: ২৮ জুন ২০২১, ০৭:৫৫

ইরাক-সিরিয়া সীমান্ত এলাকায় ইরানের মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীর স্থাপনায় আত্মরক্ষামূলক বিমান হামলা চালাতে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে আদেশ দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তি পাঠিয়ে এমনটি জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগ পেন্টাগন। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের খবরে এসব তথ্য দেওয়া হয়েছে।


পেন্টাগনের জনসংযোগ কর্মকর্তা জন কিরবি সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, ‘লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে ইরাকে মার্কিন সেনা স্থাপনা এবং সেনা সদস্যদের ওপর হামলাকারী মানববিহীন আকাশপথের বাহন (ইউএভি), যেগুলো ইরানি মদদপুষ্ট মিলিশিয়া গোষ্ঠীগুলো পরিচালনা করে। বিশেষ করে, ইরাকের একটি এবং সিরিয়ার দুটি জায়গায় এদের অস্ত্রাগার এবং দাপ্তরিক স্থাপনাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হবে। তিনটি জায়গার অবস্থানই ইরাক ও সিরিয়ার সীমান্ত লাগোয়া।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও