
করোনায় বিয়ের আয়োজন, রেস্তোরাঁর মালিককে জরিমানা
করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সরকারিভাবে সব সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এরপরও সিলেটে সরকারি নির্দেশনা না মেনে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে একটি রেস্তোরাঁয় চলছিল বিয়ের আয়োজন। রোববার দুপুরে সিলেট নগরের পূর্ব জিন্দাবাজার এলাকার ওই রেস্তোরাঁর মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এ ছাড়া কনে ও বরপক্ষের লোকজনকে স্থান ত্যাগের নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে নেতৃত্ব দেন সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন।