![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fnational%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpolice-1-20210626155633.jpg)
ডেকে ডেকে বিনামূল্যে মাস্ক দিচ্ছে ট্রাফিক পুলিশ
করোনা সংক্রমণ রোধে সোমবার (২৮ জুন) থেকে ৪ জুলাই পর্যন্ত সারাদেশে সাতদিনের কঠোর লকডাউন দিয়েছে সরকার।এদিন থেকে জরুরি পরিষেবা ছাড়া সব সরকারি, বেসরকারি অফিস বন্ধ থাকবে। জরুরি পণ্যবাহী যান ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে।