আলো জ্বালানো মানুষ

সমকাল কাজী মদীনা প্রকাশিত: ২৬ জুন ২০২১, ১১:২২

স্বপ্ন আর যৌবন- এ শব্দ দুটি খুব কাছাকাছি মনে হয়। কিন্তু জীবন তো নিছক সরলরৈখিক নয়। সময়ের ঘাত-প্রতিঘাত পাল্টে দেয় জীবনাচরণ, মানুষের পরিচিতি। যে মানুষটিকে কখনও কিছুই পাল্টাতে পারেনি, তিনি সাংবাদিক, সাংস্কৃতিক আন্দোলনের দক্ষ সংগঠক, সুবক্তা, বাচিকশিল্পী, ধারাভাষ্যকার, নৃত্যশিল্পী, অভিনেতা, চেতনার বাতিঘর, জাতির বিবেক, স্বপ্নের সারথি কামাল লোহানী। তাই আমরা দেখি অশীতিপর একজন যুবক রাশি রাশি স্বপ্ন বুকে নিয়ে নানা রোগে জর্জরিত হয়েও বিরামহীন সংগ্রামমুখর চলমানতা অব্যাহত রেখে অক্লান্ত পথ হেঁটেছেন আমৃত্যু। প্রাণ প্রাচুর্যে ভরপুর মানুষটি অকম্পিত আলোকশিখা সদা প্রজ্বলিত রেখেছেন জীবনভর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও