![](https://media.priyo.com/img/500x/https://www.bd-pratidin.com/assets/news_images/2021/06/26/og/080021_bangladesh_pratidin_082241_bangladesh_pratidin_goyave.jpg)
ত্বক, চুল ও চোখের পুষ্টি জোগায় পেয়ারা
বাংলাদেশ প্রতিদিন
প্রকাশিত: ২৬ জুন ২০২১, ০৮:০০
পেয়ারা শুধু সুস্বাদু একটি ফলই নয়, পুষ্টিগুণেও ভরপুর এটি। সবুজ এই ফলটিতে আঁশ, পানি, কার্বহাইড্রেট, প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন কে, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম ইত্যাদি খাদ্য পুষ্টি উপাদান রয়েছে। এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন বি ও খনিজ পদার্থ।