অনলাইন পরীক্ষা নিয়ে সমীক্ষা, জোর অভিন্ন সময়সীমায়
অতিমারি পরিস্থিতিতে অনলাইন পরীক্ষার সময়সীমা কত ক্ষণ হবে, তা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চলছে। এরই মধ্যে অনলাইন পরীক্ষা নিয়ে শিক্ষক সমিতি জুটা-র করা একটি সমীক্ষায় উঠে এসেছে, পরীক্ষা নেওয়া থেকে শুরু করে উত্তরপত্র জমা দেওয়া— এই গোটা সময়সীমার ক্ষেত্রে তিন ফ্যাকাল্টির মধ্যে সামঞ্জস্য থাকা জরুরি। তবে, ইন্টারনেট পরিষেবা না পাওয়া প্রত্যন্ত অঞ্চলের পড়ুয়াদের পরীক্ষায় অতিরিক্ত সময় দেওয়া হোক।
বিশ্ববিদ্যালয়ের কলা ও বিজ্ঞান ফ্যাকাল্টিতে নিয়ম মেনে পরীক্ষা নেওয়া হলেও ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কোনও কোনও বিভাগে ১২-২৪ ঘণ্টা ধরে পরীক্ষা নেওয়া হচ্ছে বলে অভিযোগ। জুটা-র সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বৃহস্পতিবার জানিয়েছেন, সমীক্ষায় দেখা যাচ্ছে, অধিকাংশ শিক্ষক এমন চাইছেন না।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- সমীক্ষা
- অনলাইন পরীক্ষা