জান্নাতুল পিয়ার অনেকগুলো পরিচয়। মডেল, অভিনেত্রী, উপস্থাপক—সব ছাপিয়ে এই মুহূর্তে তাঁর সবচেয়ে বড় পরিচয় তিনি চার মাস বয়সী অ্যারেস হাসানের গর্বিত মা। মা হওয়ার পরে তাঁর দিনলিপির অনেকটাই বদলে গেছে। খাদ্যাভ্যাসেও এসেছে পরিবর্তন। ওজনের কথা ভুলে কিছুক্ষণ পরপর হাতের কাছে যা পাচ্ছেন, খাচ্ছেন। তবে পিয়ার হাতের কাছে সব সময় স্বাস্থ্যকর খাবারই থকে! এই যেমন ভাত, সবজি, কেক, চকলেট, আইসক্রিম, ডিম, মাছ, মাংস এসব। সারা বছর চকলেট আর আইসক্রিম খেতে ভালোবাসেন পিয়া। এ জন্য জিমে অতিরিক্ত আধঘণ্টা সময় দিতে হয়। তবে খাদ্যতালিকা থেকে এ দুটোকে বাদ দিতে নারাজ তিনি।
You have reached your daily news limit
Please log in to continue
সকালে উঠেই পিয়া খান কালিজিরা আর মধু
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন