চুলের কাট নিয়ে যত ভাবনা
ইত্তেফাক
প্রকাশিত: ২৪ জুন ২০২১, ২০:৪৫
চুলে যে কাটই দেওয়া হোক না কেন, চুলের আগা ফাটা বা সরু হয়ে যাওয়া সমস্যা কমবেশি সবারই হয়। চুলে ট্রিমিং করলে লুক পরিবর্তন হয়। কিন্তু মাস দুই-তিনের মধ্যে চুলের আগা আবার বেড়ে সরু হয়ে চুলের সৌন্দর্য ম্লান করে দেয়।
ট্রিম করা মানে কোনোভাবেই চুল কাটা কিংবা এক বা দুই ইঞ্চি কেটে ফেলা নয়। সামান্য আগা ছাঁটাই হচ্ছে ট্রিম। চুলের আগা বেড়ে যাওয়াটা বেশি দেখা যায় লেয়ার, ভলিউম লেয়ার, স্টেপ ও ব্যাংগস কাট করানো হলে। আবার রিবন্ডিং করা চুলেও অনেক সময় আগা দু’ভাগ হয়ে যায়। চুল ট্রিম করে অর্থাৎ আগা ছেঁটে এসব সমস্যা দূর করা সম্ভব।
- ট্যাগ:
- লাইফ
- টিপস
- চুল কাটার বিধান
- সৌন্দর্য
- চুল কাটা