কতটা উদ্বেগজনক করোনার নতুন ধরন ডেল্টা প্লাস?
ডেইলি বাংলাদেশ
প্রকাশিত: ২৪ জুন ২০২১, ১১:০২
ভারতে শনাক্ত হওয়া নভেল করোনাভাইরাসের প্রজাতিকে এতদিন ডেল্টা ভ্যারিয়ান্ট হিসেবে বলা হচ্ছিল। দ্বিতীয় দফায় এই ভাইরাসটির রূপ বদল হয়েছে। ইউরোপে প্রথমবার শনাক্ত হওয়া এই ভ্যারিয়ান্টকে ‘ডেল্টা প্লাস’ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
কয়েকটি গবেষণার বরাত দিয়ে ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, তথাকথিত ‘ডেল্টা প্লাস’ ধরনটি আগের ধরনগুলোর চেয়ে সহজে ছড়ায়, ফুসফুসের কোষের সঙ্গে অপেক্ষাকৃত সহজে যুক্ত হয় এবং করোনাভাইরাস প্রতিরোধে ব্যবহৃত টিকা যে মূলনীতি অনুসারে তৈরি করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি তার বিরুদ্ধে কার্যকর।