![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmotamot-20210623132749.jpg)
বঙ্গবন্ধু, শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিকল্প নেই
বাঙালি জীবনের সবচেয়ে বড় অর্জন মুক্তিযুদ্ধ। মুক্তিযুদ্ধকে ঘিরেই আমাদের পরিচয়, পরিধি, ঠিকানা—সবই। ফলে যিনি জাতি গঠন করেছেন, রাষ্ট্র গঠন করেছেন মুক্তিযুদ্ধের মাধ্যমে; সেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বাঙালি স্মরণ করবে এবং করতে হবে চিরকাল।
“আওয়ামী লীগ কী দিয়েছে?” এই প্রশ্ন আজকাল অনেককে করতে শুনি। বায়ু মণ্ডলে থেকে যেমন অক্সিজেন টের পাওয়া যায় না, তেমনি স্বাধীন স্বার্বভৌম দেশে স্বচ্ছলভাবে জীবন যাপন করলে “পরাধীনতা” বুঝতে বা অনুভব না করতে পারাই স্বাভাবিক।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে