করোনা সংক্রমণ প্রতিদিনই নীচের দিকে নামছে। তবে করোনার দ্বিতীয় ঢেউ এখনও দাপট দেখাচ্ছে। এমতাবস্থায় তৃতীয় ঢেউ (Third Covid wave) রুখতে কী করণীয় সে প্রসঙ্গে মুখ খুলেছেন দেশের বিশিষ্ট হার্ট সার্জন দেবী শেঠি।
দেবী শেঠি জানিয়েছেন, এখনও দ্বিতীয় ঢেউ শেষ হয়নি। আইসিইউতে এখনও অনেক রোগী রয়েছেন। ফুসফুসের গুরুতর সংক্রমণ রয়েছে বেশ কিছু মানুষের। কোভিড রোগীদের জন্য এখনও সবসময় আইসিইউ খালি পাওয়া যাচ্ছে না। তবে সংক্রমণ নীচের দিকে নেমেছে। তিনি বলেন, কবে তৃতীয় ঢেউ আসবে, তা আগে থেকে কেউই হয়তো বলতে পারবে না। তবে সেপ্টেম্বরের পরে যে কোনও সময় এই ধাক্কার জন্য প্রস্তুত থাকতে হবে।
You have reached your daily news limit
Please log in to continue
করোনার তৃতীয় ঢেউ মোকাবিলায় কী করণীয়? উপায় বাতলালেন দেবী শেঠি
সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন