![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fopinion%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fmahbub-20210622095004.jpg)
আমাদের উন্নয়নের রোডম্যাপ
জাতীয় পার্টির কো-চেয়ার এবং সাংসদ এডভোকেট সালমা ইসলাম বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে বলেছেন, দেরিতে হলেও সরকার বুঝতে পেরেছেন যে, বেসরকারি খাতকে সত্যিকার অর্থে চাঙ্গা করতে না পারলে দেশ সামনের দিকে এগোবে না। কারণ ঋণের বোঝা বাড়িয়ে উন্নয়ন করা হলেও সেখানে এসডিজি অর্জিত হবে না। প্রবাসী আয় দিয়ে রিজার্ভ বাড়িয়েও লাভ নেই। রিজার্ভ দিয়ে অর্থনীতিরচাকাকে বেগবান করা যায় না। এছাড়া সরকার চাইলেও ২০ শতাংশের চেয়ে বেশি কর্মসংস্থান করতে পারবে না। বাকি ৮০ শতাংশ কর্মসংস্থান নির্ভর করে বেসরকারি খাতের ওপর। তাই বেসরকারি খাত যত শক্তিশালী ও স্বনির্ভর হবে দেশ তত দ্রæত উন্নত হবে।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে
১০ মাস, ৪ সপ্তাহ আগে