শেরপুরে ভয়াবহ রূপ নিচ্ছে করোনা
সীমান্ত জেলা শেরপুর। এই জেলায় প্রথম করোনা আক্রান্ত ধরা পড়ে গত বছরের ৫ এপ্রিল। তখন থেকে এ বছরের মে মাস পর্যন্ত শেরপুরের করোনা পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও চলতি জুন মাস শুরু হওয়ার পর থেকে প্রতিদিন লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা।
প্রতিদিনই ভাঙ্গছে করোনা আক্রান্তের সকল রেকর্ড। অন্যান্য উপজেলায় কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও সদরের অবস্থা নাজুক হয়ে উঠছে। এনিয়ে সদর উপজেলার সর্বত্র আতংক বিরাজ করছে। সব কিছু স্বাভাবিক থাকলেও গত ১১ জুন থেকে ২৪ পর্যন্ত শেরপুর পৌর এলাকার জন্য ৯ দফা কঠোর নিষেধাজ্ঞা জারি আছে।