গোয়ালন্দে ধরা পড়েছে সাড়ে ৪৭ কেজির বাঘাইর
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বয়ে যাওয়া পদ্মা-যমুনার মোহনায় পাবনার ঢালার চর এলাকায় ধরা পড়েছে সাড়ে ৪৭ কেজি ওজনের একটি বাঘাইর মাছ। রবিবার (২০ জুন) ভোররাতে পদ্মা-যমুনায় নদীর ঢালারচর এলাকার জেলে কালিদাস হলদারের জালে মাছটি ধরা পড়ে।
পরে মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ঘাটের মাছ ব্যাবসায়িদের সঙ্গে ফোনে যোগাযোগ করলে দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের শাকিল সোহান মৎস্য আড়তের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ ও নুরু শেখ ৪৭ কেজি ৩০০ গ্রাম ওজনের মাছটি প্রতি কেজি ১ হাজার ২৫০ টাকা দরে ৫৯ হাজার ১২৫ টাকায় কিনে ফেরিঘাটে তার আড়তে নিয়ে আসে। এ সময় স্থানীয়রা মাছটিকে এক নজর দেখার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরি ঘাটে ভিড় করে। পরে মাছটি বেশি দামে বিক্রির জন্য ঢাকায় পাঠানো হয়।