শরণার্থীদের পাশে দাঁড়াতে হবে
আজ বিশ্ব শরণার্থী দিবস। ২০০০ সালের ৪ ডিসেম্বরের অধিবেশনে উত্থাপিত প্রস্তাব নং-৫৫/৭৬ অনুযায়ী জাতিসংঘ সাধারণ পরিষদ ২০০১ সাল থেকে প্রতিবছর ২০ জুন বিশ্ব শরণার্থী দিবস পালনের সিদ্ধান্ত গ্রহণ করে। সে মোতাবেক ২০০১ সাল থেকে প্রতিবছর এই দিনে বিশ্বের সব দেশই দিবসটি পালন করে আসছে। আমরা জানি, দিবসটি পালনের উদ্দেশ্য হচ্ছে, শরণার্থীদের সম্পর্কে প্রতিটি দেশের জনসাধারণকে সচেতন করে গড়ে তোলা এবং নিজেদের ভিটামাটি ছেড়ে আসা ওই মানুষগুলোর দুঃখ-কষ্ট উপলব্ধি করে সহায়তার হাত বাড়িয়ে দিতে উৎসাহিত করা।
- ট্যাগ:
- মতামত
- শরণার্থী
- বিশ্ব শরণার্থী দিবস