ভুক্তভোগী বাংলাদেশ

সমকাল ড. রাহমান নাসির উদ্দিন প্রকাশিত: ২০ জুন ২০২১, ১০:১৮

আজ বিশ্ব শরণার্থী দিবস। প্রায় ১১ বছর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের এক সিদ্ধান্ত অনুযায়ী প্রতি বছর জুন মাসের ২০ তারিখ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো 'বিশ্ব শরণার্থী দিবস' পালন করে। ১৯৫১ সালে 'আন্তর্জাতিক শরণার্থী কনভেনশন' স্বাক্ষরিত হয় এবং তার ৫০ বছর পূর্তি উপলক্ষে ২০০০ সালে অনুষ্ঠিত জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ২০০১ সাল থেকে 'বিশ্ব শরণার্থী দিবস' পালনের সিদ্ধান্ত হয়। সে অনুসারে আজ ২১তম বিশ্ব শরণার্থী দিবস। বাংলাদেশও অন্যান্য দেশের মতো জাতিসংঘের একটি সদস্য রাষ্ট্র হিসেবে প্রতি বছর জুন মাসের ২০ তারিখ বিশ্ব শরণার্থী দিবস বা 'দ্য ওয়ার্ল্ড রিফিউজি ডে' পালন করে। বিশ্ব শরণার্থী দিবসের এবারের প্রতিপাদ্য হচ্ছে- 'চলো একত্রে বিনাশ করি, শিখি এবং বিকশিত হই'। মূলত কভিড-১৯ পরিস্থিতি সামনে রেখে এ প্রতিপাদ্য ঠিক করা হয়েছে। বাংলাদেশে এই দিবসটি কীভাবে পালিত হওয়া জরুরি, এটাই কেন্দ্রীয় মনোযোগ। বিশেষ করে ১১ লক্ষাধিক রোহিঙ্গা শরণার্থী যে দেশে বাস করে, সে দেশে বিশ্ব শরণার্থী দিবস কীভাবে পালিত হওয়া উচিত।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও