ইবোলামুক্ত হয়েছে গিনি
চলমান করোনা মহামারির মধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারিতে পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে ইবোলা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। দেশটিতে ইবোলায় সংক্রমিত হন ১৬ জন। মারা যান ১২ জন। প্রায় চার মাস পরে এসে গিনি ইবোলামুক্ত হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) আজ শনিবার এই তথ্য জানিয়েছে। খবর আল-জাজিরার।
গিনির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নাজেরেকোরে অঞ্চলে ইবোলার সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। আজ ওই অঞ্চলে গিয়ে একটি আয়োজনে দেশটির ইবোলামুক্তির ঘোষণা দেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা আলফ্রেড কি-জেরবো। এই সময় তিনি বলেন, ‘ইবোলার সংক্রমণ থেকে মুক্তির ঘোষণা দিতে পেরে আমি সম্মানিত বোধ করছি।’
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ১ সপ্তাহ আগে
সমকাল
| ভারত
১ বছর আগে