![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fakshay-20210619125443.jpg)
অক্ষয় কুমারের বিরুদ্ধে চলছে বিক্ষোভ
বলিউডে গেল কয়েক বছর ধরেই সবচেয়ে দামি তারকা তিনি। নানা রকম গল্প ও চরিত্রের সিনেমা দিয়ে তিনি যেমন দেখেছেন ব্যবসায়িক সাফল্যের মুখ তেমনি বাগিয়ে নিয়েছেন অনেক স্বীকৃতি ও প্রশংসাও। বলছি অক্ষয় কুমারের কথা।
করোনার মধ্যেও সিনেমার শুটিং করেছেন। করোনাতেও আক্রান্ত হয়েছেন। সেরে উঠে আবারও পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছেন।