![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.ntvbd.com%2Fsites%2Fdefault%2Ffiles%2Fstyles%2Fsocial_share%2Fpublic%2Fimages%2F2021%2F06%2F18%2Fchina.jpg%3Fitok%3DoyfBV0pS)
চীনের বিরুদ্ধে বড় ধরনের সাইবার গুপ্তচরবৃত্তির অভিযোগ
চীনের বিরুদ্ধে বড় ধরনের গুপ্তচরবৃত্তির অভিযোগ উঠেছে। সন্দেহ করা হচ্ছে, রাষ্ট্র-সমর্থিত হ্যাকারদের মাধ্যমে চীন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থাগুলোর কম্পিউটারে প্রবেশ করতে ইন্টারনেট সুরক্ষা বাড়াতে পারে এমন ডিভাইস ব্যবহার করছে। বার্তা সংস্থা এপির বরাত দিয়ে সংবাদমাধ্যম দি ইনডিপেন্ডেন্ট এ খবর জানিয়েছ।