Green fungus: ভারতে ধরা পড়েছে গ্রিন ফাঙ্গাস। এই রোগের উপসর্গগুলি জেনে রাখুন
আনন্দবাজার (ভারত)
প্রকাশিত: ১৮ জুন ২০২১, ১৩:২৬
ব্ল্যাক ফাঙ্গাস বা মিউকরমাইকোসিসের পর এ বার আতঙ্ক দানা বাঁধছে 'গ্রিন ফাঙ্গাস' ঘিরে। সম্প্রতি মধ্যপ্রদেশে ইনদওরে করোনা আক্রান্ত এক ব্যক্তি গ্রিন ফাঙ্গাস-এ আক্রান্ত হন। চিকিৎসার ভাষায় এই রোগ ‘অ্যাস্পারগিলোসিস সংক্রমণ’ নামে পরিচিত।