ভারতে তথ্যপ্রযুক্তি খাতের ৩০ লাখ কর্মী চাকরি হারাতে পারেন: রিপোর্ট
করোনাভাইরাসের প্রভাবে ভারতে চাকরি হারিয়েছেন অসংখ্য মানুষ। এবার করোনার জেরে আগামী বছরের মধ্যে ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে চাকরি হারাতে পারেন প্রায় ৩০ লাখ কর্মী। ব্যাংক অব আমেরিকার একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে।
ওই রিপোর্টে জানানো হয়েছে, কর্মী ছাঁটাইয়ের ফলে বছরে ১০০ বিলিয়ন ডলার খরচ কমবে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলির (ভারতীয় কর্মীদের বছরে ২৫,০০০ মার্কিন ডলার বেতন দেওয়া হয় ধরে)। হিন্দুস্থান টাইমস এ তথ্য জানিয়েছে।