![](https://media.priyo.com/img/500x/https://eisamay.indiatimes.com/photo/msid-83561284,imgsize-132399/pic.jpg)
জরুরি পরিষেবায় আজ থেকে চালু মেট্রো
রাজ্যে আগামী ১জুলাই পর্যন্ত বজায় থাকছে বিধিনিষেধের মেয়াদ। বন্ধ রাখা হয়েছে সমস্ত গণপরিবহণ। এরই মধ্যে আজ থেকে জরুরি পরিষেবার জন্য চালু হচ্ছে মেট্রো পরিষেবা (Kolkata Metro)। স্টাফা স্পেশ্যাল ট্রেন আগেই চালাচ্ছিল কলকাতা মেট্রো। এবার সেই সংখ্যা বাড়ানো হল। বুধবার থেকে সকাল-বিকেল মিলিয়ে মোট ছয় জোড়া মেট্রো চলবে। মেট্রোকর্মীরা ছাড়াও ওই ট্রেনে উঠতে পারবেন চিকিৎসক, স্বস্থ্যকর্মী, ব্যাঙ্ক ও সংবাদমাধ্যমের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ।