You have reached your daily news limit

Please log in to continue


পাঁচ রাজ্যে ভোটের প্রস্তুতি শুরু বিজেপি-র

একই সঙ্গে কেন্দ্রীয় ও উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথের মন্ত্রিসভায় রদবদল ও সম্প্রসারণ নিয়ে তৎপরতার মধ্যেই আগামী বছরের গোড়ায় হতে চলা ৫ রাজ্যের নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন বিজেপি নেতৃত্ব। আজ দলের সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা ভোটমুখী পাঁচ রাজ্যের দলীয় সভাপতির সঙ্গে বৈঠক করেন। সূত্রের মতে, বৈঠকে প্রতিটি রাজ্যের সভাপতিকে দলের প্রস্তুতি নিয়ে নিজেদের রাজ্য ইউনিটের সঙ্গে আলোচনা শুরু করার নির্দেশ দিয়েছেন নড্ডা। ১০ জুলাই ৫ রাজ্যের প্রস্তুতি কেমন তা জানতে সংশ্লিষ্ট রাজ্যের সভাপতিদের সঙ্গে ফের বৈঠকে বসবেন তিনি।

বিজেপি সূত্রের মতে, চলতি মাসের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রিসভা এবং যোগী মন্ত্রিসভার বিস্তার ও রদবদল হওয়ার কথা। তার পরেই আগামী বছর নির্বাচন হতে যাওয়া উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, গোয়া, মণিপুর ও পঞ্জাবের পরিস্থিতি আলোচনা ও নির্বাচনী রণকৌশল ঠিক করতে বৈঠকে বসবেন নড্ডা। সূত্রের মতে, আজ নড্ডা ভোটমুখী রাজ্যের নেতাদের অবিলম্বে নিজেদের রাজ্যে শক্তি বাড়ানোর লক্ষ্যে নতুন কর্মীদের দলে অন্তর্ভুক্ত করার জন্য অভিযান শুরু করার নির্দেশ দিয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন