করোনাকালে প্রতিবন্ধী নারীর কর্মসংস্থান
করোনা মহামারির এই দুঃসময়ে আমরা অনিশ্চয়তা, ভয় আর আতঙ্কে জীবন পার করছি। মৃত্যুভয়ের পাশাপাশি বিষফোড়ার মতো যে বিষয়টি ভাবিয়ে তুলছে তা হলো, চাকরি চলে যাওয়া, কাজ না পাওয়ার অনিশ্চয়তা। করোনার কারণে ব্যবসা-বাণিজ্যে মন্দা চলছে। তাই অনেক প্রতিষ্ঠান বেতন কমিয়ে দিচ্ছে বা জনবল ছাঁটাই করছে। বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণা তথ্য বলছে, ফরমাল সেক্টরে চাকরি করেন এমন ১৩ ভাগ মানুষ করোনায় এ পর্যন্ত কাজ হারিয়েছেন। চাকরি আছে কিন্তু বেতন নেই এমন মানুষের সংখ্যা আরও বেশি। আর ২৫ ভাগ চাকরিজীবীর বেতন কমে গেছে। এই চিত্রটি পরিস্থিতির ভয়াবহ পরিণতির দিকই ইঙ্গিত করছে। প্রশ্ন হলো, এই কঠিন সময়ে পরিস্থিতি যখন সবার জন্য এতটা খারাপ, সেখানে যারা বিভিন্ন প্রতিবন্ধিতার শিকার, তারা কেমন আছেন।