কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

কোন পথে বাংলাদেশ-চীন সম্পর্ক!

জাগো নিউজ ২৪ ফারাজী আজমল হোসেন প্রকাশিত: ১৪ জুন ২০২১, ০৮:৫৮

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেখিয়ে দেয়া পররাষ্ট্র নীতি চর্চা করে আজ সব ক্ষেত্রে উন্নত বাংলাদেশ। ‘সকলের সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়’ বঙ্গবন্ধুর এই নীতিকে ধারণ করে বরাবরই বাংলাদেশ থেকেছে জোট নিরপেক্ষ। কিন্তু বাংলাদেশের এই বন্ধুত্বকে দুর্বলতা ভাবা যে উচিত নয়, তা বেশ স্পষ্ট অনুভব করেছে চীন।


কোয়াড ইস্যুতে ১০ মে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং কূটনৈতিক প্রতিবেদকদের সংগঠনের সঙ্গে মত বিনিময়কালে বাংলাদেশকে কোয়াডে যোগা দেয়ার বিষয়ে সাবধান করেন। এ বিষয়ে বাংলাদেশ কোন মন্তব্য না করলে নিশ্চিতভাবেই দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠত। সেই সঙ্গে বিশ্বের বুকে দুর্বল রাষ্ট্র হিসেবেও সকলের কাছে পরিচিতি পেতো বাংলাদেশ। কিন্তু সেটি হয়নি। কেননা বাংলাদেশ তার নিজ যোগ্যতা ও শক্তি সম্পর্কে জানে। আর সে কারণেই বাংলাদেশের পক্ষ থেকে কোয়াড নিয়ে যেই মন্তব্য করা হয় তা নিয়ে এক শীতল বাক্য বিনিময় চলে সিনো ও ঢাকার পররাষ্ট্র বিভাগে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও