সরকার চায় নির্বোধ, প্রশ্নহীন, অনুগত মানুষ
সরকারের কাছে তো দেশে কোনো সংকট আছে বলে মনে হয় না। সারা বিশ্বে করোনা সংকটের কারণে উন্নয়ন নিয়ে নতুন উপলব্ধি আসছে। বিশেষত দুটো বিষয় মনোযোগ পাচ্ছে বেশি। এক. যেসব প্রকল্পে মানুষের অস্তিত্ব ও জীবনমান বিপন্ন হয়, সেগুলো বর্জন করা এবং দুই. বাণিজ্য থেকে মুক্ত করে স্বাস্থ্যসেবা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। এ বছরের বাজেটে এগুলোর কোনো প্রতিফলন নেই। বরং উল্টো যাত্রাই আমরা দেখতে পাই। আসলে বাজেটের আকার আর বিভিন্ন পরিসংখ্যান থেকে অনেক কিছুই পরিষ্কার হয় না, গুরুত্বপূর্ণ হলো এর গুণগত দিক। কারণ প্রথমত, সরকারের পরিসংখ্যানের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন আছে।