গরমে বাড়ির ছাদ ঠাণ্ডা রাখার উপায় জেনে নিন
কালের কণ্ঠ
প্রকাশিত: ১১ জুন ২০২১, ১৩:৪৫
গ্রীষ্মপ্রধান দেশে গরম কালে প্রায় সবার অবস্থাই কাহিল হয়ে পড়ে। এর মধ্যে কেউ যদি ছাদের নিচের ঘরে বা টপ ফ্লোরে থাকেন তাহলেই হতে পারে বিভিন্ন সমস্যা। প্রখর রোদের কারণে ছাদ গরম হয়, এরপর ছাদ থেকে ঘরও গরম হতে শুরু করে। এসি লাগিয়েও ঘর ঠাণ্ডা করতে অনেক বেগ পেতে হয়। আবার বিদ্যুৎ বিলও বেশি ওঠে। তবে কিছু নিয়ম মেনে চললে গরমকালেও ছাদ ঠান্ডা রাখা সম্ভব।