Kolkata Encounter: বাংলায় খতম পঞ্জাবের ত্রাস, অপরাধের তালিকায় পুলিশ খুন থেকে স্মাগলিং

এইসময় (ভারত) কলকাতা প্রকাশিত: ০৯ জুন ২০২১, ১৮:২৯

এনকাউন্টারে মৃত দুষ্কৃতী জয়পাল ভুল্লার (Jaipal Bhullar) আদতে পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড গ্যাংস্টার (Punjab Gangstar)। তিন সঙ্গীকে নিয়ে লুধিয়ানার জাগরাও জেলার অপরাধ তদন্তকারী সংস্থার দুই ASI-কে হত্যা করে জয়পাল ওরফে জসপ্রিৎ। এরপরই থেকেই ফেরার ছিল সে। গা ঢাকা দেয় কলকাতা শহরে। দাগী এই আসামী শহরের বুকে ঠিক কী ছক কষছিল তা জানতে মরিয়া কলকাতা পুলিশের গোয়েন্দারা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও