অর্থ পাচার: অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকে না
বিদেশে অর্থ পাচারের মাধ্যমে বাংলাদেশের আর্থিক অব্যবস্থাপনার বিষয়টি যেমন স্পষ্ট, তার চেয়ে বেশি স্পষ্ট আমাদের দুর্নীতি। মাঝে মাঝে বিষয়টি আলোচনায় এলেও সমাধান হচ্ছে না কিংবা তেমন পদক্ষেপ আমরা দেখছি না। সম্প্রতি জাতীয় সংসদে অর্থ পাচারের বিষয়টি আলোচনা হওয়ার পর সংবাদমাধ্যমে ফলাও করে তা প্রচার হয়। বাজেট পাসের পর চলতি অর্থবছরের সম্পূরক বাজেট পাসের আগে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের মঞ্জুরি দাবির আলোচনায় সংগতই অর্থ পাচার গুরুত্বপূর্ণ বিষয়। পাচার ঠেকাতে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না বলে কয়েকজন সংসদ যে অভিযোগ করেছেন, তার সত্যতা অস্বীকারের উপায় রয়েছে সামান্যই।