 
                    
                    প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন
টাঙ্গাইলের সখীপুরে বিয়ের দাবি নিয়ে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক সন্তানের জননী। সোমবার (৭ জুন) সকাল থেকে ওই নারী বিয়ের দাবিতে উপজেলার কালিয়া আজগরিয়া মাদরাসার পাশে লুৎফর রহমানের ছেলে প্রেমিক আরেফিন তানভীরের (২৫) বাড়িতে অনশন শুরু করেন। ভুক্তভোগী নারী ও স্থানীয়রা জানান, কচুয়া বাজারে আরেফিন তানভীরের স্টুডিওতে যাতায়াতের সময় ওই নারীর সঙ্গে সম্পর্ক হয়।
 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                 
                    
                