স্ত্রীকে সুখী রাখুন নয় কৌশলে

ডেইলি বাংলাদেশ প্রকাশিত: ০৮ জুন ২০২১, ১১:০০

সংসার জীবনে সুখী হওয়ার স্বপ্ন প্রত্যেকটি মানুষেরই থাকে। আর এর জন্য বিয়ের পর থেকে সংসারে সুখ ধরে রাখার জন্য দম্পতিরা অনেক চেষ্টাও করেন। সেই সংসারে মান-অভিমান, ঝগড়া, ভালোবাসার সঙ্গে থাকে দুজনের অনেক আত্মত্যাগও। এসব মিলিয়েই আসলে সংসার। তবে সংসার ঠিকঠাক রাখতে হলে স্ত্রীকে সুখী রাখাটা গুরুত্বপূর্ণ।


রুটগার্স বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণায় বলা হয়েছে, সংসারে স্বামীর তুলনায় স্ত্রীকে সুখী রাখা বেশি কঠিন। তাই আজ আপনাদের জন্য থাকছে স্ত্রীকে সুখী রাখার কিছু সহজ কৌশল। লাভ লানিং ওয়েবসাইটের এক প্রতিবেদনে এই কৌশলগুলো প্রকাশ হয়েছে। চলুন তবে জেনে নেয়া যাক সেই কার্যকরী কৌশলগুলো সম্পর্কে-


 


সময় দিন


 


বেশির ভাগ দাম্পতির সম্পর্কে একটি পর্যায়ে এক ধরনের একঘেয়েমি চলে আসে। এ একঘেয়েমি দূর করতে নিজেদের মধ্যে সময় কাটান। কোথাও বেড়াতে যান বা বাইরে খেতে যান। প্রায়ই এ কাজগুলো করুন। এ বিষয়টিও আপনার স্ত্রীর মেজাজ ঠাণ্ডা রাখবে।


 


জড়িয়ে ধরুন


 


জানেন কি জড়িয়ে ধরা মন ও স্বাস্থ্যকে ভালো রাখে? আমরা যখন কেউ কাউকে জড়িয়ে ধরি তখন মস্তিষ্ক থেকে ভালো অনু

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও