![](https://media.priyo.com/img/500x/https://imaginary.barta24.com/watermarkimage?image=https://barta24.com/watermark.png&path=/uploads/news/2021/Jun/06/1622973532060.jpg&width=600&height=315&top=271)
বিদেশগামীদের করোনা পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে
বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা এখন থেকে আর্মি স্টেডিয়ামে করা হবে। রোববার (০৬ জুন) করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের বুলেটিনে অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন বলেন, বিদেশগামীদের সুবিধার জন্য এই ব্যবস্থা করা হয়েছে।
তিনি জানান, বিদেশগামী যাত্রীদের আরও উন্নত ও ভালো সার্ভিস দেওয়ার জন্য ডিএনসিসি আরটি-পিসিআরের কার্যক্রম আার্মি স্টেডিয়ামে নিয়ে যাওয়া হয়েছে ।