![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2020-09%252F973047cb-80ca-4bfa-9680-687df1898f96%252Fjoypurhat.png%3Frect%3D0%252C67%252C1600%252C840%26w%3D1200%26ar%3D40%253A21%26auto%3Dformat%252Ccompress%26ogImage%3Dtrue%26mode%3Dcrop%26overlay%3Dhttps%253A%252F%252Fimages.prothomalo.com%252Fprothomalo-bangla%252F2020-11%252F54141ce1-65f9-4c75-b13f-9fdce8bbd3dc%252Ffacebook_post_banner__1_.jpg%26overlay_position%3Dbottom%26overlay_width_pct%3D1)
৬০ লাখ টাকার ভেকু চুরির অভিযোগ
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলায় বেড়িবাঁধের কাজ করার জন্য আনা ৬০ লাখ টাকা দামের একটি ভেকু মেশিন চুরি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল শনিবার রাতে ক্ষেতলাল থানায় লিখিত অভিযোগ করেছেন ভেকু মেশিনটির চালক জাহাঙ্গীর আলম। তিনি মানিকগঞ্জের ঘিওর উপজেলার কর্জনা গ্রামের বাসিন্দা।
- ট্যাগ:
- বাংলাদেশ
- অভিযোগ
- মেশিন
- চুরির মামলা
- চুরি চক্র