নবাবগঞ্জে ৭ শ্রমিকের করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত
ঢাকার নবাবগঞ্জ উপজেলায় সাতজনের শরীরে করোনার ভারতীয় ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে। শনাক্ত হওয়া সবাই পেশায় শ্রমিক। তারা চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জে একটি আশ্রয়ন প্রকল্পের কাজে এসেছিলেন। আজ শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শহিদুল ইসলাম।
তিনি জানান, গত মাসের ১৮ তারিখে ট্রাকযোগে অন্তত ৫০জন শ্রমিক চাঁপাইনবাবগঞ্জ থেকে নবাবগঞ্জের কৈইলাইল ইউনিয়নের মাহতাবপুরে আশ্রয়ণ প্রকল্পের কাজের জন্য আসেন। নির্মাণাধীন ওই আশ্রয়ণে মোট ৬৩ জন শ্রমিক কাজ করেন।