পরীক্ষা নিতে প্রস্তুত ইবির সব বিভাগ
দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় যখন পরীক্ষার পদ্ধতি (অনলাইন বা সশরীর) ও দিনক্ষণ নির্ধারণে ব্যস্ত ঠিক তখনই ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) নীরব ভূমিকা পালন করছে। শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা অনেকটা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন পার করছেন। কবে শুরু হবে তাদের পরীক্ষা! কবে শেষ হবে শিক্ষাজীবন!
জানা যায়, সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় ও ইউজিসি অনলাইন অথবা সশরীরে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল ও আটকে থাকা পরীক্ষা নেয়ার ব্যাপারে নির্দেশনা দেয়। নির্দেশনায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতেই পরীক্ষা গ্রহণ করুক না কেন তা অবশ্যই সিনেট অথবা একাডেমিক কাউন্সিলে (এসি) পাস হতে হবে।