বগুড়ায় শিশুদের ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর কর্মসূচি শুরু
বগুড়ায় প্রায় ৫ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ প্লাস খাওয়ানোর লক্ষ্যে দুই সপ্তাহের কর্মসূচি শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ৯টায় ১৫ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া জেলা প্রশাসক জিয়াউল হক।
বগুড়া জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, বগুড়া জেলায় ৪ লাখ ৯৬ হাজার ৯০৪ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। ৫ জুন থেকে আগামী ১৯ জুন পর্যন্ত ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ চলবে। স্বাস্থ্যবিধি মেনে শিশুদের টিকা খাওয়ানো হবে। অভিভাবকদের টিকা খাওয়ানোর ক্যাম্পে মাস্ক পরিধান করে ও অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধও জানানো হয়েছে।