তিস্তার সেচে বাম্পার ফলন, প্রতি বিঘায় ২৮ মণ ধান পেয়েছেন কৃষক
প্রাকৃতিক দুর্যোগের পরও দেশের সর্ববৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের সেচের পানিতে রংপুর অঞ্চলে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। এলাকার প্রতিটি কৃষকের গোলা ভরা ধান আর ধান। প্রতি বিঘায় ২৫ থেকে ২৮ মণ করে ধান ঘরে তুলেছেন তারা।
পানি উন্নয়ন বোর্ডের সূত্রে জানা যায়, সেচ ক্যানেলের পানি উৎপন্ন ধানের হিসেবে রংপুর অঞ্চলে ১ হাজার ২০০ কোটি টাকার বেশি ধান কৃষক ঘরে তুলতে পেরেছেন। এতে পাঁচ জেলায় সম্ভাব্য উৎপাদন ২০ লাখ ৯৭ হাজার ২৩৪ মেট্রিক টন চাল উৎপাদনের আশা করা হচ্ছে।