You have reached your daily news limit

Please log in to continue


ফাইজারে অ্যান্টিবডি ৫ গুণ কম: ল্যানসেট

সমস্যার মূলে ডেল্টা-ই (Delta)! এই স্ট্রেনই ভারতে করোনার দ্বিতীয় ঢেউকে (Corona Second Wave) এমন ভয়াবহ জায়গায় পৌঁছে দিয়েছে বলে দাবি বিজ্ঞানীদের। B.1.617 স্ট্রেনটির হদিস প্রথমে ভারতে মেলায় মুখে-মুখে এটিকে ভারতীয় স্ট্রেনই বলা হচ্ছিল এত দিন। সম্প্রতি ডেল্টা নাম দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )। মারাত্মক সংক্রামক এই স্ট্রেন নাকি ইতিমধ্যেই ৫৩টি দেশে ছড়িয়ে পড়েছে।

এই স্ট্রেনকে নানাবিধ প্রতিষেধক কতটা সামলাতে পারছে, তা নিয়ে গবেষণা চলছে। এরই মধ্যে মেডিক্যাল জার্নাল ল্যানসেটে (Lancet) প্রকাশিত একটি প্রতিবেদনে দাবি করা হল, ফাইজারের (Pfizer) তৈরি করোনা-ভ্যাকসিন ডেল্টার বিরুদ্ধে মাঠে নেমে পাঁচ গুণ কম অ্যান্টিবডি তৈরি করছে

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন