দেশজুড়ে অনেকটা বাড়ল দাম! কলকাতায় কত হল পেট্রল?
দু'দিন থমকে থাকার পর শুক্রবার সমগ্র দেশে ফের বাড়ল পেট্রল-ডিজেলের দাম। এদিন একলাফে অনেকটা বাড়ল দুই জ্বালানির দাম। শুক্রবার পেট্রলের দাম বেড়েছে ২৭ পয়সা। পাশাপাশি ডিজেল দামি হয়েছে ২৮ পয়সা।
জ্বালানির ক্রমাগত ঊর্দ্ধমুখী রেটে চিন্তায় মধ্যবিত্ত। পেট্রল-ডিজেল কিনতে গিয়ে নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। একনজরে দেখে নেওয়া যাক, আজকের পেট্রল-ডিজেলের দর।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- দাম বৃদ্ধি
- পেট্রোলের দাম