![](https://media.priyo.com/img/500x/https://ichef.bbci.co.uk/news/1024/branded_bengali/FA1D/production/_118792046_gettyimages-1052293114-1.jpg)
ব্যাঙ্গালোরে বাংলাদেশি তরুণীর গণধর্ষণ নিয়ে আবার ‘অনুপ্রবেশ’ বিতর্ক
বিবিসি বাংলা (ইংল্যান্ড)
প্রকাশিত: ০৩ জুন ২০২১, ২১:২৮
দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোরে একজন বাংলাদেশি নারীর গণধর্ষণের ঘটনায় ওই শহরের পুলিশ এ পর্যন্ত মোট দশজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গতকাল বুধবারেও শাহবাজ নামে একজন অন্যতম প্রধান অভিযুক্তকে বন্দুকযুদ্ধের পর আটক করা হয়েছে বলে পুলিশ জানাচ্ছে। ইতোমধ্যে পাশের রাজ্য কেরালা থেকে এই ঘটনার ভিক্টিম ওই নারীকেও শহরে নিয়ে আসা হয়েছে।
এই ঘটনায় অভিযুক্তরা ও ভিক্টিম, সকলকেই যেহেতু ''অবৈধ বাংলাদেশি'' বলে চিহ্নিত করা হয়েছে তাই এই ঘটনাটি নিয়ে ব্যাঙ্গালোরেও তীব্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে।