ভাড়া বেশি নেওয়া যাবে না, অ্যাম্বুল্যান্স নিয়ে কড়া সভাপতি
করোনা আক্রান্ত রোগীদের অসহায়তার সুযোগে টাকা লোটার অভিযোগ উঠেছিল অ্যাম্বুল্যান্সচালকদের থেকে। অকল্পনীয় চড়া দর হেঁকেছে চালকরা। ক্রমাগত অভিযোগ পেয়ে প্রশাসনের নজরদারিতে সেই অবস্থার সামান্য উন্নতি হলেও পুরোপুরি মিটে যায়নি। জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুল্যান্সচালকদের বিরুদ্ধেও বেশি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছিল।
হাতেনাতে সেই প্রমাণ পেয়ে মঙ্গলবার হাসপাতালে চলে আসেন জামালপুর পঞ্চায়েত সমিতির সভাপতি মেহমুদ খান। প্রকাশ্যেই অ্যাম্বুল্যান্সচালকদের হুঁশিয়ারি দেন তিনি। জানিয়ে দেন, নির্দিষ্ট ভাড়া
না নেওয়া হলে বন্ধ করে দেওয়া হবে ব্যবসা।